
প্রকাশিত: Sun, Aug 20, 2023 11:23 AM আপডেট: Thu, Jul 3, 2025 4:58 PM
[১]ভারত বাংলাদেশের একটি দলের পক্ষে দাঁড়ালে হুমকির মুখে পড়বে আঞ্চলিক নিরাপত্তা: মির্জা ফখরুল
রিয়াদ হাসান: [২] বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশে কখনো মৌলবাদী শক্তি ক্ষমতায় আসবে না। বাইডেনকে দেওয়া দিল্লির বার্তা যদি সত্য হয়- তাহলে বলতে হবে যে, তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে।
[৩] শনিবার সকালে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিক এসব কথা বলেন তিনি। এ সময় স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানো হয়।
[৪] ভারতের গণমাধ্যমে প্রকাশিত কূটনৈতিক বার্তা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। তাই আমরা আশা করব বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক আকাক্সক্ষা তার মর্যাদা রক্ষা করবে ভারত। সবদলের সম্মিলিত অংশগ্রহণে মাধ্যমে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ব্যাপারে তারা পূর্ণ সমর্থন দেবে।
[৫] বিএনপির মহাসচিব আরো বলেন, আমরা বাংলাদেশের মানুষের ওপর আস্থা রাখি। তাদের শক্তির ওপর আস্থা রাখি। আমি মনে করি ভারতের দেখা উচিত বাংলাদেশের মানুষ আসলে কি চায়। আর এর বিরুদ্ধে ভারত যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে তা হবে অত্যন্ত দুঃখজনক। পাশাপাশি আমরা এটিও মনে করি তাদের এ পদক্ষেপ বাংলাদেশের মানুষের জন্য এবং এ অঞ্চলের জন্য শুভ হবে না।
[৬] বিকেলে বিএনপির পদযাত্রা শুরুর আগে রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মির্জা ফখরুল। তিনি বলেন, সরকার বিদেশিদের দিকে চেয়ে আছে। জনগণের উত্তাল তরঙ্গ তৈরি হলে কোনো বিদেশি এগিয়ে আসবে না।
[৭] সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার দাবিতে এই পদযাত্রার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
[৮] মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া এই উপমহাদেশের শুধু নয়, এশিয়ার গণতান্ত্রিক আন্দোলনের একজন নেত্রী। খালেদা জিয়ার কিছু হলে সম্পূর্ণ দায়দায়িত্ব সরকারকে নিতে হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়

[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন

[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের

[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের

[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল

[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
